গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দেশের অন্তত চারটি জেলার বিভিন্ন থানায় একাধিক মামলার পলাতক আসামি। তারা বিভিন্ন সময় মোবাইল টাওয়ার, স্বর্ণের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে আসছিল। ডাকাতির সময় তারা সিকিউরিটি গার্ডকে বেঁধে ফেলে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যেত।
অভিযানে তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, লক কাটার সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেনঃ
- জুয়েল (৩৪) – চন্দন পাঠ, সাঘাটা, গাইবান্ধা (মৃত আমজাদ হোসেনের পুত্র)
- রাকিব (৩২) – সদর, চাঁদপুর (মৃত আব্দুর রশিদের পুত্র)
- সোহাগ (৩০) – নাওপি, লাকসাম, কুমিল্লা (তৈয়ব আলীর পুত্র)
- জহুরুল (৩২) – কুমিল্লা (সাওজান আলীর পুত্র)
- ফারুক (২৮) – কুমিল্লা (মৃত আব্দুস সাত্তারের পুত্র)
- ইসমাইল (৩৩) – হালিম নগর, লালমোহন, ভোলা (মৃত হারেস উদ্দিনের পুত্র)
পুলিশ জানায়, আটককৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ডাকাতির সাথে জড়িত ছিল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইকবাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করেছি।”