জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলামকে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে তারাগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
জামায়াতে ইসলামীর আয়োজিত এই শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এটিএম আজহারুল ইসলাম বলেন, “সরকার বলেছে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই অর্ন্তবর্তী সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের আয়োজন করুক। ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। অনেকের মনে ভোটের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়েছে। এবার ভোট বিপ্লব ঘটাতে হবে।”
তিনি আরও বলেন, “আমি ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালে নির্বাচনে অংশ নিয়েছিলাম, কিন্তু আপনারা চাননি বলে নির্বাচিত হতে পারিনি। জামায়াত কখনো জোর করে ভোট সেন্টার দখল করে জয়লাভ করতে চায় না। আমরা জনগণের ভোটে বিশ্বাস করি।”
নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “হারামের কোনো টাকা আমি খাব না, অতীতেও খাইনি। আমার ব্যক্তিগত কোনো সম্পদ নেই, তবুও আল্লাহ আমাকে ভালো রেখেছেন। ভবিষ্যতেও আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন। এছাড়া বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী এবং ছাত্রশিবির মহানগর সভাপতি নুরুল হুদা।
এদিন সকালে এটিএম আজহারুল ইসলাম কারাভোগের ১৪ বছর পর নিজ জেলায় ফেরেন। বিকেলে বদরগঞ্জ উপজেলার শাহাপুর মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। কেবল রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল। স্থানীয় নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ আনুষ্ঠানিকভাবে এই আসনে এটিএম আজহারুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি দলটির পক্ষ থেকে যেসব প্রার্থী ঘোষণা করা হয় তাদের মধ্যে রয়েছেন:
- রংপুর-১: অধ্যাপক রায়হান সিরাজী
- রংপুর-৩: অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল
- রংপুর-৪: উপাধ্যক্ষ এটিএম আজম খান
- রংপুর-৫: অধ্যাপক গোলাম রব্বানী
- রংপুর-৬: মাওলানা মো. নুরুল আমিন
এখন রংপুর জেলার সবগুলো আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে।