অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, আগামী জুলাই মাসেই দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি ‘জুলাই সনদ’ জাতির সামনে উপস্থাপন করা হবে। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান ।
ড. ইউনূস বলেন, ‘জুলাই সনদ’ হবে একটি প্রতিশ্রুতিপত্র, যেখানে সংস্কার কমিশনের প্রস্তাবিত জনকল্যাণমুখী সংস্কারগুলোর মধ্যে যেসব বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে, তা অন্তর্ভুক্ত থাকবে। রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করে জাতির কাছে সেই সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করবে ।
তিনি আরও বলেন, এই সনদ অনুযায়ী আশুকরণীয় সংস্কার কাজগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বাকি অংশের বেশ কিছু কাজও শুরু করে যেতে চায়। আশা করা হচ্ছে, অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন অব্যাহত থাকবে ।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ‘ঐকমত্য কমিশন’ গঠন ছিল একটি দুঃসাহসিক উদ্যোগ, যার মাধ্যমে জাতি হিসেবে রাজনৈতিক গভীরতার সন্ধান পাওয়া গেছে। সব রাজনৈতিক দলের দলগত প্রস্তুতি, ঘণ্টার পর ঘণ্টা কমিশনের সঙ্গে আলোচনা এবং জাতীয় লাইভ টেলিভিশনের সামনে ঐকমত্যে পৌঁছার প্রচেষ্টা রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ।
তিনি আশা প্রকাশ করেন, এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারি, তাহলে ভবিষ্যতের সব রাজনৈতিক সংকট মোকাবিলা করতে সক্ষম হবো ।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট ২০২৪ সালে গঠিত হয়। এই সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক সংস্কার এবং আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণে কাজ করছে।