যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতিকে দেখতে গেলেন কুমিল্লা মহানগরী জামায়াত নেতৃবৃন্দ

প্রতিবেদক Nafiz Abdullah
18 বার দেখা হয়েছে

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনোয়ার হোসেন অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রাখা হয়। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এবং যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর বাড়িতে যান। নেতৃবৃন্দরা মোঃ আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

তাঁরা পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন ও সাহস জোগান। এ সময় জামায়াত নেতারা বলেন, রাজনীতিতে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা অটুট থাকা উচিত।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মোঃ আনোয়ার হোসেন ও তাঁর পরিবার এই খোঁজখবর নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন