
গোলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পর এবার সাইবার যুদ্ধের ঘোষণা দিল পাকিস্তান। শনিবার (১০ মে) দেশটির সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানি সাইবার যোদ্ধারা ভারতের সামরিক ব্যবস্থায় ব্যাপক আঘাত হেনেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভি নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের সেনাবাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, সাইবার হামলার ফলে ভারতের সামরিক সক্ষমতা ব্যাহত হয়েছে। বিশেষ করে ভারতীয় নেভিগেশন ও যোগাযোগ উপগ্রহগুলোকে ‘সফলভাবে জ্যাম’ করা হয়েছে বলে দাবি করা হয়।
শুধু তাই নয়, ভারত সরকারের কৌশলগত বিভিন্ন সার্ভার, ইমেল সার্ভিস ও সরকারি পোর্টালেও সাইবার হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পাক সেনাবাহিনী। তবে ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে একই দিনে ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলার ঘটনাও প্রকাশ করেছে জিওটিভি। খবরে বলা হয়, ঘাঁটিটি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ঘাঁটিতে ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সাম্প্রতিক এই সাইবার হামলার খবরে দক্ষিণ এশিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রযুক্তিনির্ভর আধুনিক যুদ্ধের এই প্রবণতা উভয় দেশের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।