আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনামুখী সারজিস আলম, সাড়া দিচ্ছে উত্তরের জনগণ

প্রতিবেদক নিউজমার্ট ডেস্ক
12 বার দেখা হয়েছে

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবার উত্তরের জেলা পঞ্চগড় থেকে রাজধানীর যমুনা ভবনের দিকে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, “পঞ্চগড়ে ছিলাম। যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিপ্লবের সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন। জুলাই চলছে, চলবে।” তার এ আহ্বানে উত্তরের নানা জেলা থেকেও কর্মী-সমর্থকদের রওনা দেওয়ার খবর মিলছে।

এর আগে রাত ১০টার দিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। সেখানে ধীরে ধীরে জড়ো হতে থাকেন এনসিপি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আজাদী আজাদী’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে যমুনার সামনের এলাকা। কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা ও দলটির কর্মকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যমুনা কেন্দ্রিক এই আন্দোলন এখন কেন্দ্রীয় রূপ নিচ্ছে। পরিস্থিতি গভীর হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন