‘ব্যান আওয়ামী লীগ’ দাবিতে যমুনার সামনে উত্তাল ছাত্র-জনতা

আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর যমুনা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র ও সাধারণ জনগণ। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার পর থেকে এ কর্মসূচি শুরু হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনা ভবনের সামনে জড়ো হন কয়েক হাজার নেতা-কর্মী। তাদের সঙ্গে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা। পুরো এলাকা ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মুখে শোনা যায়—‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আজাদী আজাদী’, ‘২৪ বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, এমন নানা স্লোগান। কিছু স্লোগানে উসকানিমূলক বক্তব্যও লক্ষ করা গেছে, যার সমালোচনা করেছেন অনেকে।

অবরোধের ফলে যমুনা ভবনের সামনের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

রাত ১টার দিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল যমুনার সামনে এসে যোগ দেয় অবস্থান কর্মসূচিতে। আয়োজকদের দাবি, এতে কয়েক হাজার কর্মী অংশ নিয়েছেন এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন কর্মসূচি গণতান্ত্রিক অধিকার হলেও এর ভাষা ও পদ্ধতি আরও সংযত হওয়া উচিত। অন্যথায় তা রাজনৈতিক সহিংসতা উসকে দিতে পারে।