পেহেলগাম হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে চাপে পাকিস্তান

প্রতিবেদক নিউজমার্ট ডেস্ক
6 বার দেখা হয়েছে

ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সম্পৃক্ততা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তীব্র প্রশ্নের মুখে পড়েছেন জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিফ ইফতিখার। পাশাপাশি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি এবং সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়েও তাকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।

গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করলে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের সঙ্গে জলবাহী চুক্তির আওতায় সিন্ধু নদের পানি আটকে দেওয়া, ভিসা বাতিলসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশ, স্থল ও জলসীমা বন্ধ করে দেওয়া, ভিসা বাতিল এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতের মতো পদক্ষেপ গ্রহণ করে।

এ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের একাধিক মন্ত্রী ও কর্মকর্তা যুদ্ধের সম্ভাবনা তৈরি হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন। এরই পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানে সামরিক অভিযান চালানোর অনুমতি দেন। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়ে পাকিস্তান আবেদন করে। সোমবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় এক ঘণ্টা ধরে আসিফ ইফতিখারকে বিভিন্ন প্রশ্ন করেন সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই নিউজ জানায়, বৈঠকে পেহেলগাম হামলার নিন্দা জানানো হয় এবং লস্কর-ই-তৈয়বার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ও হামলায় পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে একের পর এক প্রশ্ন করা হয় পাকিস্তানি রাষ্ট্রদূতকে। পাকিস্তানের দাবি অনুযায়ী হামলাটি ভারতের ‘পূর্ব পরিকল্পিত’ ও ‘সাজানো’ বলে যে বক্তব্য তারা দিচ্ছিল, তা প্রত্যাখ্যান করে নিরাপত্তা পরিষদ।

তবে বৈঠকে পাকিস্তানি রাষ্ট্রদূত ভারতের অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন যে, সিন্ধু নদের পানি আটকে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

বৈঠক শেষে পাকিস্তান ও ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও নিরাপত্তা পরিষদের সদস্য তিউনিসিয়ার রাষ্ট্রদূত খালেদ মোহাম্মদ খাইরি সাংবাদিকদের জানান, “বর্তমান পরিস্থিতি অস্থির। কূটনৈতিক সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন