এসএসসি পরীক্ষায় চ্যাটজিপিটি ও মোবাইল ব্যবহারসহ নকলের অভিযোগে ৮ পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক নিউজমার্ট ডেস্ক
8 বার দেখা হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় চ্যাটজিপিটিসহ বিভিন্ন উপায়ে নকলের অভিযোগে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার মহিলা কলেজকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ১০টায় পরীক্ষা শুরুর ২০ মিনিট পর কেন্দ্রে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান। এ সময় তিনি পরীক্ষার হলে প্রবেশ করে দেখেন, কয়েকজন শিক্ষার্থী খাতায় গাইড বই দেখে উত্তর লিখছে, কেউ মোবাইল ফোন ব্যবহার করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে ৬ জনের কাছ থেকে গাইড বই এবং ২ জনের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান বলেন, “শিক্ষকদের উপস্থিতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা কীভাবে গাইড বই ও মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ করলো, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শিক্ষকদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলেও তাঁদের ভর্ৎসনা করা হয়েছে।”

অন্যদিকে, একই দিনে উপজেলার জেএম কামিল মাদ্রাসাকেন্দ্রে মোবাইল ফোন রাখার দায়ে ২ জন কক্ষ পরিদর্শককে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন। একইভাবে, ইসলামিয়া সরকারি স্কুলকেন্দ্রে পরীক্ষার সময় ফোন রাখার অভিযোগে এবং কেন্দ্রে নিজের মেয়ে পরীক্ষার্থী থাকা সত্ত্বেও দায়িত্ব পালন করার কারণে এক শিক্ষককেও অব্যাহতি দেওয়া হয়েছে।

ইউএনও এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বন বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অভিভাবকদেরও অনুরোধ করবো, সন্তানদের নকলমুক্ত পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করতে।”

এদিকে অভিভাবক ও সচেতন মহল নকলের এই প্রবণতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক—সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা জরুরি।

নিউজটি শেয়ার করুন