রাষ্ট্রীয়ভাবে ‘শাপলা গণহত্যা দিবস’ ঘোষণা করতে হবে : শিবির সভাপতি

প্রতিবেদক নিউজমার্ট ডেস্ক
10 বার দেখা হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শাপলা চত্বরে নিহতদের সঠিক তালিকা তৈরি, গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয়ভাবে ‘শাপলা গণহত্যা দিবস’ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ মে) ঢাকার মতিঝিলে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মানবপ্রাচীর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি বলেন, “২০১৩ সালের ৫ মে ইসলামবিদ্বেষী চক্রের আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর অবমাননার প্রতিবাদে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষ শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করে। কিন্তু সেদিন গভীর রাতে বিদ্যুৎ বন্ধ করে চারদিক থেকে ঘিরে রাষ্ট্রীয় বাহিনী সামরিক কায়দায় গণহত্যা চালায়। অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়, অনেকের লাশ গুম করা হয়।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শাপলার শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, গণহত্যার বিচার এবং ‘শাপলা গণহত্যা দিবস’ ঘোষণার দাবি করছি।”

জাহিদুল ইসলাম আরও বলেন, “২০০৮ সালে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ একের পর এক গণহত্যা চালায়— পিলখানা হত্যা, সাঈদী রায়ের পর প্রতিবাদীদের ওপর হামলা, শাপলা চত্বরে আলেম-ওলামা ও জনতার ওপর নারকীয় হামলা এবং ২৪ জুলাইয়ের গণহত্যা। এখন সময় এসেছে সকল গণহত্যার বিচার নিশ্চিত করার।”

তিনি বলেন, “আলেম-ওলামাদের জাতির মূলধারা থেকে দূরে রাখার চেষ্টা করা হলেও তাদের অবদান অস্বীকার করা যায় না। সুষ্ঠু বিচার ছাড়া গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।”

নিউজটি শেয়ার করুন