বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন।
রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
শিশির মনির জানান, আজ (রোববার) রাত ৮টা ৩০ মিনিটে ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা, সোমবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং বাদ জোহর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর গোরস্থানে দাফন করা হবে।
ব্যারিস্টার রাজ্জাক একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে তিনি ইংল্যান্ডে যান। ২০১৯ সালে জামায়াতের পদ থেকে পদত্যাগ করেন এবং পরবর্তী সময়ে এবি পার্টির উপদেষ্টা হন।
১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজারে জন্ম নেওয়া রাজ্জাক লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করে ১৯৮৬ সালে দেশে ফেরেন। ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন।
তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দুই ছেলেই ব্যারিস্টার।