এনসিপি নেতার ওপর হামলার নিন্দা ছাত্রশিবিরের

প্রতিবেদক নিউজমার্ট ডেস্ক
10 বার দেখা হয়েছে

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আমাদের সহযাত্রী, তাদের ওপর হামলা হলে আমরা একসঙ্গে তা প্রতিরোধ করব ইনশাআল্লাহ

তিনি আরও বলেন, “৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরোনো হোক বা নতুন কোনো ফ্যাসিস্ট— কাউকেই ছাড় দেওয়া হবে না

বিবৃতিতে হামলাকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন