ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি পাকিস্তানের

প্রতিবেদক newsmart24
11 বার দেখা হয়েছে
1 Min Read

৪৫০ কিলোমিটার পাল্লার একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার দাবি করেছে পাকিস্তান।

আজ ৩ মে শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ‘আব্দালি অস্ত্র ব্যবস্থা’ নামের এই ক্ষেপণাস্ত্রটি ‘ইন্ডাস মহড়া’-এর অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি পাকিস্তানের।

পাকিস্তান সরকারের দাবি, এই উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও বাড়তি কৌশলগত ক্ষমতা পরখ করা।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা এবং সেনাবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতার প্রতি ‘সম্পূর্ণ আস্থা’ প্রকাশ করেছেন।

পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। তবে ভারতের নিরাপত্তা সূত্রগুলো একে ‘গভীর উসকানিমূলক পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করছে।

ভারতীয় প্রতিরক্ষা সূত্র বলছে, পাকিস্তানের নেতারা ধারাবাহিকভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাড়া ৩৬ ঘণ্টার মধ্যে ভারতের হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন, যদিও সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন