নরসিংদী মা ও শিশু হাসপাতালে পরিদর্শিকা ফোজিয়া সুলতানা ও আয়া রাজিয়া সন্তান প্রসব করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, পরিদর্শিকা ফোজিয়া সুলতানা ও আয়া রাজিয়া দিয়ে সন্তান প্রসব করানোর কারণেই নবজাতকটি মারা গেছে।
মঙ্গলবার (১০ জুন) রাতে ১২ নরসিংদী মা ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা যায়, রুমি আক্তার প্রসব বেদনা উঠলে দুপুরে মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন।পরিদর্শিকা ফোজিয়া সুলতানা ও আয়া রাজিয়া মিলে ডেলিভারি করার সময় নবজাতকের মৃত্যু হয়। এরপর চিকিৎসককে ফোন করা হলে তিনি হাসপাতালে পৌঁছে আগে নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালটিতে প্রসূতি বিভাগে ২৪ ঘণ্টায় ডাক্তার থাকার কথা থাকলেও সে সময় কোনো চিকিৎসক ছিল না। নবজাতকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে রুমি আক্তার বলেন, মা ও শিশু হাসপাতালে আসলে রোগীর ব্যথা কমানোর জন্য তাকে স্যালাইন এবং বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়। এরপর ডেলিভারি রুমে নেওয়ার আনুমানিক আধাঘণ্টা পর নবজাতকের মরদেহ বের করে সামনে নিয়ে আসা হয়। এর আগেও ফোজিয়া সুলতানা পরিদর্শিকা বিরুদ্ধে তার হাতে নবজাতকের মৃত্যু ঘটনা ঘটে জানা যায়। কাঠালিয়া ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকার সময় এভাবেই বাচ্চা ডেলিভারি করার সময় তার হাতে নবজাতকের মারা অভিযোগ আছে। ফোজিয়া সুলতানা নামে আরো অনেক অভিযোগ আসে যখন বাচ্চা ডেলিভারি হয় তখন তার এন্ট্রি করে না অভিযোগ আসে। ডেলিভারি চার্জ ফ্রি থাকলেও রোগীর থেকে ৩ থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হয় বলে জানা যায়। ফোজিয়া সুলতানা এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানার যায় তারা ফোজিয়া সুলতানা বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান।
ফোজিয়া সুলতানা বলেছেন রোগীকে নিয়ে আসা আগেই বাচ্চা মারা যায়। কিন্তু রোগী স্বজনরা বলেন ডেলিভারি হওয়ার পরেই বাচ্চা মৃত্যু হয়। উল্লেখিত উক্ত বিষয়ে চিকিৎসকের সাথে যোগাযোগ করল কথা বলতে রাজী হন নাই।