আজ বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন

আজ শনিবার, ৭ জুন ২০২৫, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি ত্যাগ ও আত্মোৎসর্গের মহিমায় উদযাপিত হয়। ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতের আয়োজন রয়েছে: প্রথমটি সকাল ৭টায়, এরপর যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।

ঈদুল আজহার মূল তাৎপর্য হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের স্মরণে। তিনি স্বপ্নে আদিষ্ট হয়ে তার প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হন। আল্লাহর নির্দেশে ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। এই ঘটনার স্মরণে মুসলমানরা ঈদের নামাজ আদায় করে পশু কোরবানি দেন।

কোরবানির পশুর মাংস তিন ভাগে ভাগ করে বিতরণ করা হয়: এক ভাগ গরিব-মিসকিনদের, এক ভাগ আত্মীয়-স্বজনদের, এবং এক ভাগ নিজের পরিবারের জন্য রাখা হয়। সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। ঈদের দিনসহ পরবর্তী দুই দিন, অর্থাৎ সোমবার আসরের ওয়াক্ত পর্যন্ত কোরবানি করা যাবে।

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি অফিস ও অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের ছুটি ৫ জুন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১০ জুন মঙ্গলবার পর্যন্ত চলবে।

ঈদুল আজহার এই পবিত্র দিনে, আমরা সবাইকে ঈদ মোবারক জানাই। আল্লাহ আমাদের ত্যাগ ও ইবাদত কবুল করুন।