নাটোরে “ভয়েস ফর চেঞ্জ” প্রকল্পের আওতায় সুশীল সমাজের প্রতিনিধিদের কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক নিউজমার্ট ডেস্ক
8 বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি:
নাটোরে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং “আলো” এর সহযোগিতায় সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খান ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মশালার সূচনা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জনাব ওমর খৈয়াম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রকল্প কর্মকর্তা জনাবা শাহিনা লাইজু এবং পিকেএসএস-এর নির্বাহী পরিচালক জনাবা ডেইজি আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর জেলার সুশীল সমাজের প্রতিনিধি জনাব আব্দুর রাজ্জাক।

নলডাঙ্গা, সিংড়া ও নাটোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সংগঠনের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় স্থানীয় উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

“ভয়েস ফর চেঞ্জ” প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের কণ্ঠস্বর নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি পরিচালিত হচ্ছে।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সকলে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান

নিউজটি শেয়ার করুন