প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে নিশ্চিত করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার (২৪ মে) এক অনির্ধারিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নিয়মিত সভা শেষে আকস্মিকভাবে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি কখনো বলেননি যে চলে যাবেন। তিনি অবশ্যই আমাদের সঙ্গে আছেন এবং দায়িত্ব পালন করছেন। আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা একটি বড় দায়িত্ব। সেই দায়িত্ব ছেড়ে যাওয়া সম্ভব নয়। আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”
পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, উপদেষ্টারা সম্মিলিতভাবে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা চিহ্নিত করা হয়েছে। “আমরা সকলেই একমত যে কিছু প্রতিবন্ধকতা কাজের গতি ব্যাহত করছে। সেগুলোর সমাধান করে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।”
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নাকি পদত্যাগের কথা ভাবছেন বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যক্তিগত বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান। তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে শনিবারের বৈঠকের পর এই গুঞ্জনে স্পষ্টভাবে ইতি টানলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করেছি, তিনি যেন দায়িত্বে বহাল থাকেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি দায়িত্ব পালন করে যাবেন এবং জাতির জন্য কাজ চালিয়ে যাবেন।”
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের কাজ চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে নেতৃত্ব পরিবর্তন হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যা দেশের জন্য ভালো হবে না।”
বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার অবস্থান নিয়ে স্পষ্ট বক্তব্য উপদেষ্টা পরিষদের অভ্যন্তরীণ ঐক্য ও ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। জাতীয় পর্যায়ে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রমকে সচল রাখতেও এটি গুরুত্বপূর্ণ।
এদিকে, দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক মহল থেকেও প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থাকার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন মহল মনে করছে, দেশের চলমান সংকট নিরসনে অভিজ্ঞ ও নিরপেক্ষ নেতৃত্বের প্রয়োজন রয়েছে এবং অধ্যাপক ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব সেই ভূমিকায় গুরুত্বপূর্ণ।
এখন দেখার বিষয়, উপদেষ্টা পরিষদ ঘোষিত পরিকল্পনা ও পদক্ষেপগুলোর বাস্তবায়নে কীভাবে তারা সম্মিলিতভাবে কাজ করেন এবং দেশের রাজনৈতিক পরিবেশে স্থিতিশীলতা আনতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
নিউজমার্ট ২৪- কাজীপাড়া, মিরপুর, ঢাকা থেকে প্রকাশিত | ইমেইলঃ press.newsmart24@gmail.com
স্বত্ব ©২০২৫ newsmart24