ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে আজ থেকে শুরু হয়েছে "ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট ২০২৫" টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে এই জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা, যেখানে উৎসাহ, উদ্দীপনা, ক্রীড়া স্পৃহা আর বন্ধুত্বের মিলনমেলায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজকের খেলাগুলোর মধ্য দিয়ে প্রথম পর্বের খেলা শেষ হয়। নক আউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রতিটি বিভাগ। আজকের খেলা শেষে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে মেকানিক্যাল, সিভিল, বিবিএ, টেক্সটাইল এবং ইংরেজি বিভাগসহ আরও কিছু বিভাগ।
বিশেষত্ব হচ্ছে—প্রতি টিমে ৯ জন সদস্যের স্কোয়াডে অন্তত ২ জন নারী খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। এতে করে বিশ্ববিদ্যালয়ে সমতা ও অংশগ্রহণমূলক ক্রীড়াচর্চার একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও ট্রফি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্টার প্রফেসর জাকি ইমাম, জয়েন্ট রেজিস্টার কামরুল হোসাইন ও আহসান তৌহিদ মিলটন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের মডারেটর ও সিনিয়র লেকচারার ড. শরীফ হোসেন, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান এবং অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, “এই ধরনের ক্যাম্পাস ভিত্তিক ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। এছাড়া নারীদের অংশগ্রহণ নিশ্চিত করায় টুর্নামেন্টটি আরও অন্তর্ভুক্তিমূলক হয়েছে।”
প্রতিটি ম্যাচে একজন করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হচ্ছেন, যাঁকে আলাদা সম্মাননা দেওয়া হচ্ছে। পুরো টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দল পাবে ২০ হাজার টাকা প্রাইজমানি এবং রানারআপ দল পাবে ১০ হাজার টাকা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ। বন্ধুদের সাপোর্ট, নিজ নিজ বিভাগের গর্ব, আর খেলাধুলার প্রতি ভালোবাসা—সব মিলিয়ে ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় জীবনের স্মরণীয় এক অধ্যায়।
আগামীকাল (২২ মে) অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল পর্বের খেলা। চূড়ান্ত দিনেও থাকবে জমজমাট উত্তেজনা, ট্রফি তুলে নেওয়ার লড়াই এবং বিজয়ের উল্লাস।
নিউজমার্ট ২৪- কাজীপাড়া, মিরপুর, ঢাকা থেকে প্রকাশিত | ইমেইলঃ press.newsmart24@gmail.com
স্বত্ব ©২০২৫ newsmart24