আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে পুলিশি প্রহরায় তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার গণমাধ্যমকে জানান, “দুপুর আড়াইটার দিকে একটি প্রিজন ভ্যানে করে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়েছে। বর্তমানে তিনি এখানেই রয়েছেন।”
এর আগে, সোমবার সকালেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আদালতে হাজির করে। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল রোববার (১৮ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে যাত্রার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে। বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে তার নাম দেখে কর্তৃপক্ষ জানতে পারে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পরে ভাটারা থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার অভিযোগ অনুযায়ী, গত জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত এক হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে নুসরাত ফারিয়ার সম্পৃক্ততা রয়েছে। মামলাটি শুরু থেকেই রাজনৈতিকভাবে সংবেদনশীল বিবেচিত হয়ে আসছে।
ভাটারা থানার মামলা সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থান চলাকালীন সময় রাজধানীর একটি এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন এবং কয়েকজনের জীবননাশের চেষ্টার অভিযোগ ওঠে। সেই ঘটনায় নুসরাত ফারিয়ার নাম আসায়, তদন্ত শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তবে এই মামলাটি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি নুসরাত ফারিয়া কিংবা তার আইনজীবীরা। আদালতের আদেশ অনুযায়ী তাকে এখন বিচার প্রক্রিয়ার জন্য কারাগারে রাখা হয়েছে।
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটি আইনগত প্রক্রিয়া হিসেবে দেখলেও, অনেকেই মনে করছেন ঘটনাটি আরও গভীরভাবে অনুসন্ধান করা প্রয়োজন।
কারা সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী নুসরাত ফারিয়ার স্বাস্থ্য পরীক্ষা ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে তাকে কয়েদি সেলে স্থানান্তর করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।
নিউজমার্ট ২৪- কাজীপাড়া, মিরপুর, ঢাকা থেকে প্রকাশিত | ইমেইলঃ press.newsmart24@gmail.com
স্বত্ব ©২০২৫ newsmart24