ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি নিজের ডায়েরিতে লিখে গেছেন— "আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা।" এই হৃদয়বিদারক ঘটনাটি কলেজের ভেতরে ও বাইরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রবিবার (১৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে কলেজের অমর একুশে হলের ৩০৭ নম্বর কক্ষে ধ্রুবজিৎ কর্মকার (২২) নামের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।
ধ্রুবজিৎ কর্মকার ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা। তার বাবা মনোতোষ কর্মকার ও মা সুপ্তা কর্মকার। মেধাবী এই শিক্ষার্থীর আত্মহত্যা ঘিরে পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
ধ্রুবজিৎ তাঁর ডায়েরিতে লেখা সুইসাইড নোটে বলেন:
"সরি মা, বাবা। আমি ধ্রুবজিৎ, সবার কাছে ক্ষমাপ্রার্থী। কার্ডের পিন (.......) টাকাগুলো মাকে দিয়ে দিও। আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা। পরেরবার ফার্মেসি নিয়ে পড়বো। এত চাপ আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। বিদায়। হরে কৃঞ্চ।"
এই নোট থেকে স্পষ্ট যে, পড়ালেখার চাপ এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রতি প্রবল হতাশা থেকেই সে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী প্রফেসর ড. মিজানুর রহমান জানান, "আজ ধ্রুবজিতের পরীক্ষা ছিল। পরীক্ষার হলে সে নকলসহ ধরা পড়ে। শিক্ষকরা খাতা নিয়ে তাকে হল থেকে বের করে দেন। এরপর সে নিজ কক্ষে গিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
অধ্যক্ষ আরও জানান, কলেজ কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে দেখছে এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও চাপ নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
ধ্রুবজিতের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। শিক্ষাব্যবস্থার চাপ, নম্বরনির্ভরতা, এবং মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলার মতো বিষয়গুলো নিয়ে সমালোচনা উঠেছে।
শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীরা বলছেন, শুধুমাত্র নিয়মভঙ্গ বা পরীক্ষায় অনিয়মের জন্য একজন শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করে তার মানসিক অবস্থার মূল্যায়ন না করেই ব্যবস্থা নেওয়া হলে এমন মর্মান্তিক পরিণতি ঘটতে পারে।
এ ঘটনায় কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। ধ্রুবজিতের পরিবারও শোকে স্তব্ধ অবস্থায় রয়েছে। ইতোমধ্যে কলেজে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে।
নিউজমার্ট ২৪- কাজীপাড়া, মিরপুর, ঢাকা থেকে প্রকাশিত | ইমেইলঃ press.newsmart24@gmail.com
স্বত্ব ©২০২৫ newsmart24