আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, গরু ‘কোরবানি’ করলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী

নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার “খুশিতে” গরু কোরবানি দিয়ে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ানোর আয়োজন করেছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার (১১ মে) বিকেলে তার নিজ গ্রাম লেটিরকান্দায় অবস্থিত নিজস্ব মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

আলোচিত এই বক্তা তার বক্তব্যে বলেন, “আমরা জীবিত থাকব আর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করবে—তা হতে পারে না। সরকার যদি সত্যিকারের জনগণের পক্ষে থাকে, তাহলে আওয়ামী লীগের বিচার করতেই হবে।”

তিনি আরও বলেন, “সরকার কী করবে সেটা পরের কথা, কিন্তু আমরা জনগণ কী করব সেটাই বড় কথা। আমরা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেব না। তারা দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।”

রফিকুল মাদানী আরও দাবি করেন, “স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমরা আবার ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব। যারা দেশের স্বাধীনতা, ইসলাম ও মানুষের অধিকার হরণ করেছে, তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে হওয়া উচিত।”

তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার এ দেশের মজলুম মানুষের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। তাদের এ দেশে আর পুনর্বাসিত হওয়া সম্ভব নয়।তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও মানুষের অধিকারকে হরণ করেছে।