আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সরকারি গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, "সরকার যদি গেজেট প্রকাশ করে, তাহলে আমরা কমিশনে এ বিষয়ে আলোচনা করব। কমিশনের সার্বিক পর্যালোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, আমাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও সংবিধানের স্পিরিট বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।" তিনি আরও জানান, যদি সোমবারই গেজেট জারি হয়, তাহলে সে দিনই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে শনিবার (১০ মে) রাত ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের সার্বভৌমত্ব, আন্দোলনকারী ছাত্র ও নাগরিকদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে দলটির সকল কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যেকোনো প্ল্যাটফর্মে কার্যকর থাকবে। সংশ্লিষ্ট পরিপত্র শিগগিরই সরকারের পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলেও তিনি জানান।
এদিকে নিষেধাজ্ঞার ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন নিয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আগাম বক্তব্যের মাধ্যমে বিষয়টি নিয়ে আগ্রহ আরও বাড়ছে। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে কোনো চূড়ান্ত বক্তব্য দিতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউজমার্ট ২৪- কাজীপাড়া, মিরপুর, ঢাকা থেকে প্রকাশিত | ইমেইলঃ press.newsmart24@gmail.com
স্বত্ব ©২০২৫ newsmart24