আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী

প্রতিবেদক নিউজমার্ট ডেস্ক
6 বার দেখা হয়েছে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান বিক্ষোভের কারণে সারা এলাকা যান চলাচলবিহীন অচলাবস্থায় পরিণত হয়েছে। বিকেল থেকেই বন্ধ হয়ে গেছে শাহবাগ হয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন। এর প্রভাব পড়েছে আশপাশের সড়কগুলোতেও, তৈরি হয়েছে তীব্র যানজট।

শুক্রবার (৯ মে) বিকেল থেকে শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, নিউমার্কেট, কাটাবন, বাংলামোটরসহ আশেপাশের এলাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির জটলা লক্ষ্য করা গেছে। বিকল্প রুট হিসেবে অনেক বাস ও গাড়ি কাঁটাবন-নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করছে, যেখানে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি রিকশা ও প্রাইভেটকার চলাচল করছে।

ছুটির দিন হওয়ায় সাধারণত রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকে, তবে আজকের বিক্ষোভ ও অবরোধে পরিস্থিতি হয়ে পড়ে পুরোপুরি বিপরীত। বিশেষ করে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ যারা বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে

এমনই এক পথচারী আফজাল হোসেন, যিনি স্ত্রী ও সন্তানসহ খিলক্ষেতে যাচ্ছিলেন, বলেন, “শাহবাগ ব্লকড, বাস আসছে না। এখন বাংলামোটর পর্যন্ত হেঁটে যাচ্ছি, দেখি যদি কোনোভাবে বাস পাই।”

রিকশাচালকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এক চালক বলেন, “না জেনে শাহবাগে যাত্রী নিয়ে চলে এসেছি। এখন আবার ঘুরে যেতে হবে অন্য রাস্তা দিয়ে। সময়ও নষ্ট, পয়সাও।”

বর্তমানে সায়েন্স ল্যাব, নিউমার্কেট, নীলক্ষেতসহ বিস্তীর্ণ এলাকায় যানবাহনের গতি থেমে গেছে। জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে একাধিক প্রত্যক্ষদর্শী।

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠন ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করছে। জনস্রোত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শাহবাগ এখন রূপ নিয়েছে একটি গণআন্দোলনের কেন্দ্রস্থলে

বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে

নিউজটি শেয়ার করুন