আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে চলমান বিক্ষোভে যোগ দেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এখন শুধু বিএনপির উপস্থিতি বাকি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় রয়েছে।”
সারজিস আলম লিখেছেন, “বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত প্রায় সব রাজনৈতিক দল এখন শাহবাগে একত্র হয়েছে। বিএনপি যদি এই মুহূর্তে যুক্ত হয়, তাহলে ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড হয়ে থাকবে।”
এর আগে, শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আয়োজনে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ শেষে হাজারো আন্দোলনকারী মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। আন্দোলনকারীদের প্রধান দাবি—আওয়ামী লীগকে ‘রাষ্ট্রবিরোধী ও অপরাধী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
এই আন্দোলনে এনসিপি ছাড়াও জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ নানা রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ ছাত্র-জনতা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। শাহবাগ মোড়ে জমায়েত হওয়া বিক্ষোভকারীদের কণ্ঠে ছিল, “ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?”, “গোলামি না আজাদী, আজাদী আজাদী”, “একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর” প্রভৃতি স্লোগান।
রাজপথে সরব এসব প্রতিবাদকে ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ওই আন্দোলনের জেরে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান শাসনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবার আরও বড় মাত্রায় আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য গড়ে উঠছে বলে মনে করা হচ্ছে।
সারজিস আলমের বক্তব্যে যে বিএনপির প্রতীক্ষা চলছে, তা নতুন রাজনৈতিক মেরুকরণের আভাস দিচ্ছে। যদিও এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনে যোগ দেয়নি, তবে এনসিপি নেতার মন্তব্যে স্পষ্ট যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
এদিকে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। ফলে রাজধানীর কেন্দ্রস্থলে চলাচল ব্যাহত হওয়ায় জনজীবনে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সারজিস আলমের বক্তব্য শুধু একজন নেতার অভিমত নয়, বরং এটি দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা। বিএনপি যদি সত্যিই এই আহ্বানে সাড়া দেয়, তাহলে রাজপথে একটি বড় ধাক্কার মুখে পড়তে পারে বর্তমান রাজনৈতিক কাঠামো।
নিউজমার্ট ২৪- কাজীপাড়া, মিরপুর, ঢাকা থেকে প্রকাশিত | ইমেইলঃ press.newsmart24@gmail.com
স্বত্ব ©২০২৫ newsmart24