লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো থেকে উড়াল দেয়।

চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন খালেদা জিয়া। প্রায় চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। সেখান থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় নিয়ে যাওয়া হবে তাকে।

উল্লেখ্য, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবরে কাতারের আমির রাজকীয় বহরের বিশেষ বিমান দেওয়ার উদ্যোগ নেন। ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই গত ৮ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন তিনি। সেখানকার হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে এবার সেই বিশেষ বিমানে করেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন।

বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের আশপাশে জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে কোনো গণজমায়েতের কর্মসূচি না থাকলেও নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।