
কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে আয়োজিত মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে আজ রোববার (৪ মে) পাল্টা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ওই কলেজসহ স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকালে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ, কাজী বদিউল আলম ডিগ্রি কলেজসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ছাত্র দিয়ে রাজনীতি, চলবে না চলবে না’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’—এমন নানা স্লোগান দিতে থাকেন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “আমাদের কলেজের কিছু শিক্ষার্থীকে মিথ্যা তথ্য দিয়ে একটি রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে উপস্থিত থেকে উপদেষ্টা সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি তোলা হয়। প্রকৃত ঘটনা আমাদের জানানো হয়নি, ভুল তথ্য দিয়ে আমাদের ব্যবহার করা হয়েছে।”
তারা আরও বলেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। আমরা শিক্ষার্থী, রাজনীতির অংশ নই।”
শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।