
কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে আজ সোমবার (৫ মে) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকে হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে এনডিটিভি।
২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং আতারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়। পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে “যুদ্ধ ঘোষণার শামিল” আখ্যা দিয়ে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত ও আকাশসীমা বন্ধ করে দেয়। এছাড়া শনিবার পাকিস্তান “আবদালি” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে, যেটি ভারত “উসকানিমূলক” বলে উল্লেখ করেছে।
এই পরিস্থিতিতে রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রাশিয়া জানিয়েছে, উভয় পক্ষ চাইলে তারা মধ্যস্থতার জন্য প্রস্তুত। জাতিসংঘের বৈঠকে উত্তেজনা প্রশমনে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখন বিশ্ববাসীর নজরে।